শশীভূষণ প্রতিনিধি প্রতিনিধি :
চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট বাজার লঞ্চ ঘাট মোবাইল কোর্টের মাধ্যমে যাত্রীদের থেকে প্রবেশ টিকিট মুল্য ৫ টাকার নেয়ার কথা থাকলেও ১০ টাকা নেয়ার অপরাধে ফারুক মাঝির ছেলে মোঃ রুবেল (২২) কে অর্থদন্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকালে এই অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান।
অপর দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারে সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় বাজার মূল্য মনিটরিং সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে তালিকা না থাকা, জিনিসপত্রের মূল্য বেশি রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী থাকা ইত্যাদি অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান কে অর্থদন্ড প্রদান করা সহ ব্যাবসায়ীদের সচেতন করা হয়।
এসময় ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান বলেন, চরফ্যাশন বিভিন্ন লঞ্চ ঘাট টিকিট ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নিচ্ছে ইজারাদাররা এমন কিছু অভিযোগ পেয়েছি সে জন্যই ঘাটে যাতে যাত্রীরা এসে হয়রানি না হয় সে জন্য আমরা মনিটরিং করছি।
এসময় তিনি আরও বলেন, পাশাপাশি আপনারা জানেন সয়াবিন তেল নিয়ে সারাদেশে কিছু সিন্ডিকেট তৈরি হয়ে তেলের দামবৃদ্ধি করতে চেস্টা চালাচ্ছে, চরফ্যাশন যাতে সেই সিন্ডিকেট হতে না পারে সেজন্য আজ বাজারের কিছু দোকানেও অভিযান পরিচালনা করা হয় পাশাপাশি দোকানীদেরকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।