ডেস্ক নিউজ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন- আমাদের বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আমাদের সকলের জন্য মহাবিপদ নেমে আসবে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দলীয় ও জাতীয় ঐক্য। অথচ হীন স্বার্থে আমাদের কেউ কেউ নানাভাবে বিভেদ তৈরি করছেন, অযৌক্তিক সমালোচনা করছেন, বিরোধ, হানাহানিতে লিপ্ত হয়েছেন, চরিত্র হননের অপচেষ্টা করছেন। এটা সত্যিই নিন্দনীয়। এতে লাভবান হবে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর খ্যাত প্রয়াত রাজনীতিবিদ এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নগরীর হালিশহরে প্রয়াতের বাড়ির সামনে এ সভা হয়েছে।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুর মতো এম এ আজিজও বুঝতে পেরেছিলেন যে, পরিপূর্ণ স্বাধীনতা ছাড়া বাঙালির মুক্তি সম্ভব নয়। এজন্য তিনি ছয় দফাতে এক দফায় পরিণত করার প্রস্তুতি নিয়ে সার্বিক নির্দেশনা দিয়েছিলেন। তবে সেই ইতিহাস নিয়ে সুষ্পষ্ট কোনো ধারণা নেই বর্তমান প্রজন্মের রাজনীতিকদের কাছে। বর্তমান প্রজন্মও সেই ইতিহাস জানে না।’
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দেশে রাজনীতি এখন নানা কারণে প্রশ্নবিদ্ধ। এম এ আজিজের মতো পরিশুদ্ধ রাজনীতিকরা এখন নেই। অপ্রিয় হলেও সত্য, যারা পরিশুদ্ধ রাজনীতি এখন করেন তারা সবাই কোণঠাসা। এটা আমাদের জন্য হতাশার।
এসময় উপস্হিত ছিলেন- নগর কমিটির যুগ্ম সম্পাদক চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ নেতৃবৃন্দ ।