মিলি সিকদারঃলালমোহন : ফরাজগঞ্জ ইউনিয়নে সরকারি খাল থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মালিকানাধীন সম্পত্তিকে ক্ষমতার দাপট খাটিয়ে পজেশন আকারে বিক্রির অভিযোগ উঠেছে। সরকারী সম্পত্তি দখলে সক্রিয় সিন্ডিকেটের এমন কর্মে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করলেও ওই সিন্ডিকেটের পেটুয়া বাহিনীর ভয়ে কথা বলার সাহস পায়না সাধারণ মানুষ।
সরেজমিনকালে বিভিন্ন সূত্র ও অভিযোগে প্রকাশ, ইউনিয়নের আনিচল মিয়ার হাট এলাকায় ইউপি সদস্য শামীমের নেতৃত্বে সরকারী খাল দখল পরবর্তী পজেশন আকারে বিক্রির হিড়িক চলছে। এরই ধারাবাহিকতায় ০৩নং ওয়ার্ড এলাকায় ইউনিয়ন পরিষদের নিজস্ব সম্পত্তি দখল করে একই কায়দায় পজেশন আকারে বিক্রিতে জাফর বাকলাই, মোসলেউদ্দিন বাকলাই, নিরব,ফরিদ,বিল্লাল,পারভেজ, নিরব(২),জসিম ঔষধ, ঈমাম, নয়ন গংদের নেতৃত্বে সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। মুলত ওই সিন্ডিকেট নিজেদের রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক বনে যেতে এমন অপরাধে জড়িয়ে পরছে বলে সূত্র থেকে জানা যায়। এদিকে বেপরোয়া ওই সিন্ডিকেটের বিরুদ্ধে এ ধরনের সুস্পষ্ট প্রমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে দৃশ্যমান কোন আইনি ব্যবস্থা নিচ্ছেন না বলেও দাবী উঠেছে।