সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার চালু করেছে গ্রাম আদালত ব্যবস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় দেশের ৬১টি জেলার প্রতিটি ইউনিয়নে এ প্রকল্প চলমান রয়েছে।
রাউজান উপজেলার গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমের অগ্রগতি, নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ এবং জানুয়ারি থেকে মার্চ ২০২৫ পর্যন্ত মামলা গ্রহণ, নিষ্পত্তি ও এজলাস ব্যবহারের বিষয়ে সম্প্রতি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিসান বিন মাজেদ। তিনি বলেন, “রাউজান উপজেলার ছোটখাটো বিরোধ নিষ্পত্তি ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিমাসে প্রতিটি ইউনিয়নে গড়ে ৪টি মামলা গ্রহণ ও ৩টি মামলা নিষ্পত্তি হচ্ছে।” তিনি ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা সভায় গ্রাম আদালতের বিষয়টি নিয়মিত আলোচনায় আনার এবং এজলাস ব্যবহারে প্যানেল চেয়ারম্যানদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা, গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মো. মনির হোসাইন, উপজেলা সহকারী প্রকৌশলী মো. রহমত উল্লাহ, উপজেলার সব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণি, মিল্টন চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ