মানব সময় ডেস্ক :
অদ্য ১৪ আগস্ট ২০২৫ ইং সকাল ১০ ঘটিকায় ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড সিমেন্স হোস্টেল সংলগ্ন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন অফিস সম্মুখে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নর্থ আমেরিকান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ (নাহার) সংস্থার অর্থায়নে (সাপোর্টিং মিনিংফুল ইনক্লুসিভলার্নিং এনভায়রনমেন্টস ফর পারসন উইথ ডিজেবিলিটিজ (স্মাইল) প্রকল্পের আওতায় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ জন ব্যক্তিদের থেরাপি ও সহায়ক উপকরণ (হুইল চেয়ার ও ট্রাই সাইকেল) বিতরণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধি ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য বিভিন্ন Awareness করা হয়।
উক্ত কার্যক্রমটি Go,Ngo & Donar এর সমন্বয়ে সম্পন্ন হয়েছে।
থেরাপি সেবা দিয়ে সহযোগিতা করেছেন প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র, চট্টগ্রাম।