সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে নগরীর পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। নগরীর বিভিন ওয়ার্ডের প্রতিবন্ধী, শিশু ও বয়স্ক মানুষকে এসব কম্বল দেয়া হয়। শুক্রবার নগরীর লালদিঘীর পাড়স্থ সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। চট্টগ্রামের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময়ই পাশে আছি। প্রতিবন্ধী, শিশু এবং বয়স্কদের জন্য এই সহায়তা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে যেন সমাজের কোন মানুষ অবহেলিত না থাকে।
মানবিক সমাজ গঠন সম্পর্কে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি সত্যিকারের মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্তদের কষ্ট লাঘব হবে না, বরং সমাজে সমতার ভিত্তি শক্তিশালী হবে। কেবল শীতার্ত নয় যে কোন বিপদগ্রস্থ জনগোষ্ঠীর সেবায় রেড ক্রিসেন্ট ছিল, আছে, থাকবে। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম. তামজীদ। এসময় আরও উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ডাঃ রাকিব উল্লাহ, ডাঃ সরোয়ার আলম, নিজাম উল আলম খান, জিয়াউল হক, সিনিয়র যুব সদস্য মোঃ গালিব, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের উপ যুব প্রধান সুজিত রুদ্র, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।