মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চসিকের পরিচ্ছন্ন কার্যক্রমের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত: জায়গা জমির বিরোধের জেরে ” উত্তর পতেঙ্গা চডিহালদায় দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন আহলে বাইতে রাসুল (সাঃ) এর স্মরণে খাইরিয়া দরবার শরীফে ৫তম শাহাদাতে কারবালা মাহফিল ৪ঠা জুলাই অনুষ্ঠিত  ইপিজেড থানা ৩৯ নং ওয়ার্ড সিটিজেন ফোরামের সভাপতি -মুজিব, সাঃসম্পাদক- জিয়া একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ সভাপতি নুর আহমেদ, সাধারণ সম্পাদক সন্তোষ চক্রবর্ত্তী: চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম” এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন : পথের শেষ নেই, চোখে ধরা প্রকৃতিই জীবনের আনন্দ—আজ আমার জন্মদিন” জাহাঙ্গীর আলম সিএমপি’র ডিবি (উত্তর- দক্ষিণ) টিম কর্তৃক ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার বন্দর-ইপিজেড পতেঙ্গায় জনদুর্ভোগ ও যানজট নিরসন কল্পে মতবিনিময় সভায় ২৪ জুলাই বিশাল মানববন্ধনের ঘোষণা : বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

গেরুয়া সন্ত্রাসীদের কোন ছাড় নয়: ববি হাজ্জাজ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১.৫৯ এএম
  • ১১৭ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্রগ্রাম, ২৮ ডিসেম্বর-২০২৪: চট্রগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় মিডিয়া এবং দেশটির কিছু রাজনৈতিক নেতাদের আগ্রাসী মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী দোসর ব্যতীত পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। বীর চট্টলার দিকে ভারতীয় কিছু সস্তা মিডিয়া এবং চতুর্থ শ্রেণির নেতারা লোলুপ দৃষ্টি দিয়েছে৷ এসব গেরুয়া সন্ত্রাসীদের কোন ছাড় নয়৷ এদের দেশীয় জারজ সন্তানদের কারণেই আইনজীবী সাইফুলকে শহীদ হতে হয়েছে৷ আমরা চট্রগ্রামের মাটি থেকে ফ্যাসিবাদের শেষ শিকড়টাও উপড়ে ফেলতে চাই।”
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন -এনডিএম চট্রগ্রাম মহানগর কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ববি হাজ্জাজ।
এনডিএম এর জনসংযোগ এবং সমাজকল্যাণ সম্পাদক এবং চট্রগ্রাম মহানগর সভাপতি এমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় ববি হাজ্জাজ বলেন, “সচিবালয়ের নাশকতায় গঠিত তদন্ত কমিটিকে একদিনের মাথায় বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের ঘটনা প্রমাণ করে সরকার এখনো প্রশাসনের প্রতি পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে নাই৷ এই অগ্নিকান্ডের পরেই আওয়ামী লীগের বিবৃতি, পলাতক খুনি জাহাঙ্গীর কবির নানকের ফেসবুক লাইভ বলে দিচ্ছে পরিকল্পিতভাবে হাসিনার দোসররা এই অগ্নিকান্ডের সাথে জড়িত।”
প্রশাসনে আওয়ামী দৌরাত্ম কমে নাই মন্তব্য করে ববি হাজ্জাজ বলেন, “২০১৮ সালের নিশিরাতের নির্বাচনে যারা জেলা প্রশাসক -বিভাগীয় কমিশনার ছিলেন তাঁদের এখনো স্বপদে বহাল রাখাই প্রমাণ করে জনপ্রশাসন এখনো আওয়ামী দোসরদের নিয়ন্ত্রণে। এদের সাহস হয় কিভাবে চাকুরীতে থেকে জনপ্রশাসন সংষ্কার কমিশনের প্রধানের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দেবার? ”
তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে রাসেল-রাফি-ওয়াসিমদের নেতৃত্বে চট্রগ্রামে যে প্রতিরোধ গড়ে উঠেছিলো আমরা তা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি৷ বীর চট্টলা আমাদের কখনোই হতাশ করে নাই৷ এই চট্রগ্রামের আর কখনো নওফেল-নাসিরদের মত সন্ত্রাসী-লুটেরাদের স্থান হবে না৷ এই চট্রগ্রামের হাটহাজারীতে দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসার সামনেই মন্দিরের সহঅবস্থান প্রমাণ করে বাংলাদেশে কোন ধর্মীয় সংঘাত নেই।”
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এড. সাইফুদ্দিন খালেদ, যুব আন্দোলনের সভাপতি আদনান সানি, ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল সহ চট্টগ্রাম মহানগরের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com