সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরের হালিশহর শ্যামলী আবাসিক এলাকায় গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সেনা টহলের একটি টিম প্রতারক ও ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। স্থানীয় তথ্যের ভিত্তিতে সেনা টহলরত দদ সত্যতা যাচাই বাচাই করে শ্যামলী আবাসিকে অভিযানে প্রথমে এক দুজনকে আটকরতে পারেন। ছিনতাইকারীদের তথ্যের ভিত্তিতে বাকী সদস্যদেরকে ও আটক করতে সক্ষম হন।এতে করে তাদের মুঠোফোনে বিভিন্ন নারীর নামে একাধিক ফেসবুক আইডি, ছবি, ভিডিও ও ভয়েস রেকর্ড পাওয়া গেছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন হালিশহর শ্যামলী আবাসিক এলাকার আল আমিন ওরফে হোসেন (২৮), সাগর (২২), মানিক (১৯), ইমদাদুল ওরফে হৃদয় (২৩),রানা (২৩) ও রুবেল (২২)।
হালিশহর সেনা টহল টিম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণা, অপহরণ ও ছিনতাই চক্রের সাথে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রতারণা করছিলেন। তাঁরা নারীদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলতেন। এরপর নারীদের ছবি দিয়ে পুরুষদের আকৃষ্ট করতেন। নারী সেজে পুরুষের সঙ্গে কথা বলে বন্ধুত্ব ও প্রেম করতেন। সুযোগ বুঝে দেখা করার নামে তৈরি করতেন ফাঁদ। এরপর ওই পুরুষ দেখা করতে এলে তাঁকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। মূল্যবান জিনিস পত্র ছিনতাই করতেন। আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। টাকা দিতে না পারলে শারীরিক নির্যাতন চালাতেন।
সম্প্রতি এসব প্রতারকের ফাঁদে অপহরণ ও ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীদের দেয়া তথ্য মতে, হালিশহর সেনা টহল টিম গত শুক্রবার রাত সাড়ে ৮ টায়, তাদেরকে শ্যামলী এলাকা থেকে আটক করতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর জোনের সেনা এক উইং অফিসার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নারী সেজে প্রতারণা, ছিনতাই ও অপহরণের কথা স্বীকার করেছেন। পরে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীতেও সেনাবাহিনীর টহল অফিসারদের অন্যায়কারীদের বিরুদ্ধে এরুপ অভিযান চলমান থাকবে।