মানব সময় ডেস্ক :চট্টগ্রাম
কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে ফারুকুল ইসলাম নামের সেই যুবককে গত রাতেই আটক করেছে স্থানীয় ডিবি পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাল রাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরে ওঠবস করায় একদল অতিউৎসাহী জনতা। ওই নারী কান ধরে ওঠবস করতে না চাইলে এক যুবক তাকে লাঠি দিয়ে বারবার আঘাত করে। পরে বাধ্য হয়ে সেই নারী কান ধরে ওঠবস করেন। পাশে দাঁড়িয়ে উৎসুক জনতা ওই নারীর কান ধরে ওঠবসের সংখ্যা গুনছিলো।
এছাড়াও কক্সবাজারে গতরাতে আরো কয়েকজন নারী পর্যটককে অপদস্ত করে তারা।