সাহিত্যডেস্ক :(আজকের মানব সময়)
সুন্দর ও মায়াময় এই ধরণীতে নারীর সৃষ্টির বহিঃপ্রকাশ সৌন্দর্যের চর্চা ও তার যত্নের প্রতি দৃষ্টি রাখা । প্রতিটি সৌন্দর্য চর্চায় কারর না কারর ভূমিকা থাকে যা তাকে আরও ফুটিয়ে তূলে ।
এই ফুটিয়ে তুলতে কেউ গৃহে কেউ বা সৌন্দর্য চর্চা কেন্দ্রে যাতায়াত করে ।সঠিক সৌন্দর্য ধরে রাখতে বিউটি কেয়ার বা পার্লার কে বেচে নেয়াই উত্তম,যা নারীর আত্মিক ও বাহ্যিক সৌন্দর্য
বহিঃপ্রকাশ ঘটে ।
ডোবা পুকুর নদী সমুদ্র অথবা হাড়িতে ফোটানো জলজ জ্বলন্ত আত্মা থেকে বাস্পভুত হয়ে পরিপূর্ণ অন্ন তৈরি যেমন পরিশ্রান্ত ঘটে তদ্রূপ মেয়েরাও একটি জীবনচক্র সম্পাদন করে ।
খাঁচার অচিন পাখির সৌন্দর্য বহিঃপ্রকাশ খাঁচাতেই সম্পন্ন ঘটে তা বর্ণনীয় নয় । বসন্তের রূপ প্রকাশ ঘটে পাখির কলরব কণ্ঠে আর পুষ্পের বাহারি সুগন্ধে – ঠিক তেমনই চক্র তৈরি হয় নারী
আর বসন্তের মেলবন্ধন । অপার বসন্তের ডাক পুষ্পের আর পাখীর,ঠিক তেমনই নারীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে কারর না কারর ভূমিকা থেকে যায় ,যা পরিপূর্ণতা পাই নিজেকে নিজের মত…
আর এই নিজেকে নিজের মত তৈরির পরিপক্ষ ভুমিকা রাখে অভিজ্ঞ সম্পন্ন বিউটি কেয়ার/ পার্লার সেন্টার গুলো । শুধু যে নামে নয় কাজেরও পরিচয় থাকতে হবে ,আপনার নিজেকেই
ঠিক করতে হবে কোথায় ভাল এবং অভিজ্ঞ বিউটি এক্সপার্ট সেবা পাওয়া যায় । যা আপনার কি সেবা প্রয়োজন বা আপনার স্কিন,হেয়ার, মেকআপ ইত্যাদি কিভাবে কাজ করবে যা পরবর্তীতে কোন
সৌন্দর্য নষ্ট না ঘটে । নিজেকে ফুতিয়ে তুলতে আর নিজের রুপকে অপার সৌন্দর্য ধরে রাখতে যোগাযোগ রাখুন অভিজ্ঞ বিউটি কেয়ার/ পার্লার আর অভিজ্ঞ বিউটি এক্সপার্ট ।