বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড’র অধীনে ‘কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন | মানব সময় ডেস্ক :
অদ্য ২ সেপ্টেম্বর ২০২৪ চট্টগ্রাম মহানগরীর সুপরিচিত একটি হোটেলে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড’র অধীনে ‘কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন -কেয়া’র বৃত্তি প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে ও মহাসচিব মো. রফিকুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচালক এম নজরুল ইসলাম খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, মো. এনায়েত হোসেন, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, বক্তব্য রাখেন এম এ রহমান, সাজ্জাদুল করিম খান, অধ্যক্ষ মোহাম্মদ নুরুল মোস্তফা হেজাজি, শেখ মোঃ রুবেল, আমাতুল হীরা, আব্দুল্লাহ ওমর ফারুক প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষাকে জনমুখী,গণতন্ত্রায়ন ও সর্বজনীন করে শিক্ষায় সংস্কার করতে হবে।” বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর দাবি করেন বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।