সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
তিন শূণ্যের পৃথিবী তরুনরা গড়ে তুলবে বললেন-
শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামালউদ্দিন।
সামাজিক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে প্রফেসর ড. ইউনূস’র স্বপ্নের ৩ শুন্যের বিশ্ব গড়ে তোলা সম্ভব।
বাংলাদেশের একমাত্র শান্তিতে নোবেল বিজয়ী বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস স্যার মনে করেন, পৃথিবী থেকে তিনটি বিষয়কে শূন্যের কোটায় নিয়ে একটি সাম্যের বিশ্ব তৈরির দৃষ্টিভঙ্গি থাকা জরুরী। যেমন- শূন্য নেট কার্বন নিঃসরণ, দারিদ্র্যের অবসানের জন্য শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, সর্বোপরি উদ্যোক্তা প্রকাশের মাধ্যমে শূন্য বেকারত্বের লক্ষ্য অর্জনের একটি উদ্যোগ।
থ্রি জিরো ক্লাবের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক স্থাপনের এই উদ্যোগটি তরুণদের থ্রি জিরো ওয়ার্ল্ডের লক্ষ্য এবং তরুণদের সৃজনশীল উদ্যোগের সাথে এই লক্ষ্য অর্জনের উপায়গুলোর সাথে পরিচিত করতে গৃহীত হয়। 3ZERO CLUB একটি স্ব-গঠিত, স্বয়ংসম্পূর্ণ মিনি-ক্লাব পাঁচ সদস্যের স্ব-নির্বাচিত কাজসহ তিন শূন্য বিশ্ব তৈরিতে ভূমিকা পালন করবে। পৃথিবীতে উল্লেখিত তিনটি জিনিসকে শূণ্যের কোটায় আনতে পারলে শান্তিময় পৃথিবী তৈরী হবে। এমন এক সুন্দর পৃথিবীর স্বপ্ন যিনি দেখালেন তাঁর স্বপ্নকে তরুণদের মাঝে বিকশিত করার উদ্যোগ 3ZERO CLUB CHATTOGRAM CIRCLE থ্রি জিরো নিয়ে ২০২১ সাল থেকে চট্টগ্রাম সার্কেল কাজ করে যাচ্ছে।স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুনদের মাঝে থ্রি জিরো সর্ম্পকে জানানোর জন্য আমরা সংগঠিত হয়েছি।
‘বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নোবেলজয়ীর তিনশূণ্য’ বিষয়ে গত ২৪ আগস্ট চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন উল্লেখিত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে তরুনদের উদ্দেশ্যে তিনশূণ্য ধারনা নিয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের একটি সুনির্দিষ্ট ভিডিও প্রদর্শন করা হয়। তরুনদের মাঝে উদ্যোক্তা তৈরীর কৌশল নিয়ে সম্মানিত আলোচক ছিলেন শিল্পপতি এমডিএম মহিউদ্দিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাাখেন সার্পোট পারসন নাহিদা সুলতানা। ক্লাব গঠন ও কাজ নিয়ে ইউনূস সেন্টার থেকে অনলাইনে যুক্ত থেকে কথা বলেন সানজিদা ইসলাম দিপ্তি। শূণ্য বেকারত্ব নিয়ে কথা বলেন ক্লাবের সার্পোট পারসন নোমান উল্লাহ বাহার, শূণ্য দারিদ্রতা নিয়ে কথা বলেন কী পারসন মো. নাজমুল হাসান, শূন্য নেট কার্বন নিঃসরণ নিয়ে কথা বলেন কী পারসন আইয়ুব আদর। ক্লাব মেম্বারশীপ নিয়ে কথা বলেন কী পারসন মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের অংশগ্রহণকারী তরুনরা প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহন করেন।