মানব সময় ডেস্ক :
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইপিজেড থানার অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে ইপিজেড থানা এলাকার বিভিন্ন শপিংমল এর ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন স্থরের ব্যবসায়ী প্রতিনিধির সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অপারেশনস্ অফিসার এসআই (নিঃ) আবছার উদ্দিন রুবেল এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও আগত বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিগন আসন্ন পবিত্র মাহে-রমজানুল মোবারক উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অফিসার ইনচার্জ উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিদেরকে সিয়াম সাধনার মাসে সংযম রক্ষা পূর্বক ব্যবসা পরিচালনার বিষয়ে অনুরোধ করেন। আইন আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
““টিম ইপিজেড সব সময় আপনাদের সেবায় নিয়োজিত““