মানব সময় ডেস্ক :
ভোলা জেলা সমিতি -চট্টগ্রাম এর নেতৃবৃন্দ চট্টগ্রামস্থ ভোলাবাসির সাহায্য সহযোগিতায় কাজ করে যাচ্ছেন। বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্যে নেতৃবৃন্দ সবসময় এগিয়ে আসেন। গত ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ বুধবার মাদারবাড়িতে বসবাসরত হতদরিদ্র মো. সোলায়মান স্ট্রোকজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। আত্মীয়স্বজন ভোলায় গ্রামের বাড়িতে মৃতদেহকে দাফন করার সিদ্ধান্ত নেন। কিন্তু এম্বুলেন্স ভাড়া পরিশোধ করার সামর্থ্য তাদের নেই। খবর পেয়ে ভোলা জেলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রায়হান ও অর্থ সম্পাদক মো. ফিরোজ চৌধুরী নিজেদের ব্যক্তিগত কাজকর্ম রেখে ছুটে যান। নিজরা আর্থিক সহযোগিতা করেন এবং সংগঠনের ২নং অঞ্চলের সভাপতি মো. ওমর ফারুক কিছু অর্থ সংগ্রহ করে ছুটে আসেন। আরও কিছু লোক অর্থ সহযোগিতা করেন। এম্বুলেন্স ভাড়া পরিশোধ করে অবশিষ্ট অর্থ মৃত ব্যক্তির স্ত্রীর হাতে তুলে দেন নেতৃবৃন্দ। এম্বুলেন্স ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর নেতৃবৃন্দ উক্ত এলাকায় বসবাসরত ভোলার অন্যান্য লোকজনের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। ভোলা জেলা সমিতির নেতৃবৃন্দ এরকম অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। চট্টগ্রামস্থ ভোলাবাসির আস্থার ঠিকানা ভোলা জেলা সমিতি -চট্টগ্রাম। এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন পরোপকারী, মানবহিতৈষী, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ