নিজস্ব প্রতিবেদক, মানব সময় :
ভারতে আয়োজিত ১৯ নভেম্বর ২০২৩ ইং প্রকৃতি ভবন মুক্ত মঞ্চ,ন্যাচারাল আর্ট মিউজিয়াম
শান্তি নিকেতন বোলপুর পশ্চিমবঙ্গ পরিমল সাহিত্য পত্রিকার শারদীয় সংখ্যার মোড়ক উন্মোচন এবং দুই বাংলার বিজয়ার মিলন উৎসব উদযাপন হয়।উক্ত অনুষ্টানে সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক এবং লালন গবেষক বরুণ চক্রবর্তী এর সভাপতিত্বে কবি শিল্পি দাশ এর পরিচালনায় সঞ্চালনা করেন আরাধন দাস এবং অরিজিৎ ঘোষ।এতে উপস্থিত ছিলেন কবি, শিক্ষাবিদ নীলাচল চট্টরাজ
আনন্দ প্রকাশনীর কর্ণধার নিগমানন্দ মন্ডল, শিক্ষাবিদ ও কবি নিমাই চন্দ্র ঘোষ
বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অধ্যাপক, কবি সাহিত্যিক মাজহারুল মোর্শেদ (রংপুর),বিশেষ অতিথি বিশিষ্ট কবি — শৈলেন্দ্র নাথ পুলু (ঢাকা) এবং বিশেষ অতিথি বিবি ফাতেমা (চট্টগ্রাম)।অত্যন্ত নান্দনিক ও প্রাণবন্ত অনুষ্টানে নানান গুনীজনদের পদচারনায় একটি সুন্দর অনুষ্টান সাফল্যমন্ডিত হয়েছে।তাছাড়া কবিতা পাঠ, গান আবৃত্তি,নাটক ও অভিনয়ের সাথে গুনীমান্যি কবিদের গুনীজন সম্মাননা স্বারক ও সনদ ও উত্তরীয় পড়িয়ে বরণ করানো হয়।সে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপনে দুইবাংলার বিজয়ার কবিদের উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনা করার মাঝে দুপুরের ভোজন বিলাসের মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘোষনা করা হয়।