মানব সময় ডেস্ক :
নগরীর সিএমপি ইপিজেড থানার এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার কেইপিজেড সংলগ্ন উত্তর পাশে ফনিন্দ্র কুমার শীলের বিল্ডিংয়ের দক্ষিণ পাশে পুলিশের অভিযানে মাদক আইনে একজন কে আটক করেছে।
এস আই বিল্লাল হোসেন জানায়, ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রতন কান্তি দাস নামে এক জন কে আটক করে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইপিজেড থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।
এদিকে পতেঙ্গা থানার অভিযানে সাজাপ্রাপ্ত ২আসামী কে এএসআই মিজান সঙ্গীও ফোর্সসহ গত ১৫ নভেম্বর রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে এলাকায় পুলিশি অভিযানে জিআর ১১৮/২৩ এবং জিআর ২০৫/২৩ সংক্রান্তে পরোয়ানাভুক্ত ২জন কে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তিরা হলেন মোঃ ফারুক হোসেন ও সাজাপ্রাপ্ত আসামি মোঃ কাদের ।
দুই থানার আটক ধৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।