আলমডাঙ্গা প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের কর্মরত এসআই ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প এলাকায় ডিউটি পরিচালনাকালে ১১ই অক্টোবর বুধবার বেলা ১১:৫৫ মিনিটের সময় আলমডাঙ্গা থানাধীন জেহলা স্টেশনপাড়াস্থ মোক্তার হোসেন এর বসত বাড়ীর সামনে হইতে ৩ চোর চক্রের সদস্যদের আটক করেছে এবং তাদের কাছ থেকে চোরাই ১টি লাল নীল রংয়ের FU CHAI কোম্পানীর DIESEL ENGINE স্যালো ম্যাশিন সাথে একটি নীল রংয়ের পানিরপাম্প ও ১টি তিন চাকা বিশিষ্ট দেশীয় তৈরী ব্যাটারী চালিত পাখি ভ্যান উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ সজিব (২০), পিতা- মোঃ মঙ্গল, ২। মোঃ ইমরান (১৯), পিতা- মোঃ মিনা, উভয় সাং- নতিডাঙ্গা, ৩। মোঃ মানিক হোসেন (২৪), পিতা- মৃত খলিল, সাং- জেহালা (স্টেশনপাড়া), সর্ব থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।