মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আহলে বাইতে রাসুল (সাঃ) এর স্মরণে খাইরিয়া দরবার শরীফে ৫তম শাহাদাতে কারবালা মাহফিল ৪ঠা জুলাই অনুষ্ঠিত  ইপিজেড থানা ৩৯ নং ওয়ার্ড সিটিজেন ফোরামের সভাপতি -মুজিব, সাঃসম্পাদক- জিয়া একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ সভাপতি নুর আহমেদ, সাধারণ সম্পাদক সন্তোষ চক্রবর্ত্তী: চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম” এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন : পথের শেষ নেই, চোখে ধরা প্রকৃতিই জীবনের আনন্দ—আজ আমার জন্মদিন” জাহাঙ্গীর আলম সিএমপি’র ডিবি (উত্তর- দক্ষিণ) টিম কর্তৃক ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার বন্দর-ইপিজেড পতেঙ্গায় জনদুর্ভোগ ও যানজট নিরসন কল্পে মতবিনিময় সভায় ২৪ জুলাই বিশাল মানববন্ধনের ঘোষণা : বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলা তজুমদ্দিনে আলোচিত গনধর্ষণ মামলার ৪ আসামি গ্রেফতার বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম’র ঈদ পূর্ণমিলনী ও চা চক্র অনুষ্ঠিত

জামালপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামী‘কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১

  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ১.৫৪ পিএম
  • ১৯১ বার পঠিত

 

আল আমিন হাসান :

বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারণেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, মানব-পাচার, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য থাকে যে ভিকটিম (৩৫) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বংপুরের বাসিন্দা। জীবিকার তাগিদে বর্তমানে জামালপুর জেলার সদর থানাধীন নতুন বাইপাস খালপাড় এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছেন। ভিকটিমের স্বামী মোঃ কামাল জামালপুর শহরে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। সেই সুবাদে এজাহারে উল্লেখিত আসামীগণ ভিমটিমের স্বামী বাড়ীতে না থাকায় বিভিন্ন সময়ে ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন ও তারিখ গত ২৪ জুন ২০২৩ রাত অনুমান ০২:৩০ ঘটিকায় ভিকটিমের স্বামীর নাম ধরে ডাক দিলে ভিকটিম ঘরের দরজা খুলে বলেন যে, তার স্বামী বাসায় নাই। আসামীগণ ভিকটিমের স্বামী মোঃ কামাল বাসায় না থাকার সুযোগে জোরপূর্বক ঘরের ভিতর প্রবেশ করে। এমতাবস্তায়, ভিকটিম ডাক-চিৎকার করার একপর্যায়ে আসামীগণ ভিকটিমকে জোর পূর্বক গামছা দ্বারা মুখ বাঁধিয়া আসামী মোঃ মিলন (৩৫) র্ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে, অন্যান্য আসামীদ্বয় ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও চিত্র ধারণ করে। ধর্ষণ শেষে আসামীগণ পালিয়ে যাওয়ার সময় ভিকটিমকে হুমকি দেয় যে, উক্ত ঘটনার কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করিলে ধর্ষণের ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে। অতঃপর ভিকটিম আত্ম সম্মানের ভয়ে আত্মহত্যার চেষ্টা করিলে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার পূর্বক জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ভিকটিম সুস্থ হয়ে জামালপুর জেলার সদর থানায় হাজির হইয়া বাদী হয়ে অভিযোগ দাখিল করলে অফিসার-ইন-চার্জ, জামালপুর জেলার সদর থানার মামলা নং-৯০/৫৫১, তারিখ-২৬/০৬/২০২৩ ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(৩)/৩০ গণধর্ষণ মামলা রুজু করেন। মামলা হওয়ার পর এজাহারনামীয় আসামীরা আটক থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। উক্ত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর একটি আভিযানিক দল অদ্য ০৮/১০/২০২৩ ইং তারিখ আনুমানিক ০৩.২০ ঘটিকায় জামালপুর জেলার সদর থানাধীন নারিকেলি শেখ বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ মিলন (৩৫), পিতা-মৃত শরীফ উদ্দিন, সাং-বিনন্দের পাড়া, থানা-সদর, জেলা-জামালপুর‘কে আটক করতে সক্ষম হয়। উক্ত মামলার অন্যান্য আসাামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১৪ এর অভিযান অব্যহত রয়েছে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর জেলার সদর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com