মানব সময় ডেস্ক :
বান্দরবানের লামায় বনে কাঠ কাটতে গিয়ে তুচ্ছ ঘটনায় সতীর্থকে খুনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ০২ আসামীকে দীর্ঘ ২৭ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
২। গত ১৯৯৬ সালে চকোরিয়া এবং কক্সবাজারের ০৯ জন কাঠুরিয়া বান্দরবানের লামায় বনে কাঠ কাটতে যায়। সেখানে কাঠ কাটা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ০৮ কাঠুরিয়া পরস্পর যোগ সাজশে পরিকল্পিতভাবে তাদের সতীর্থ একজন কাঠুরিয়াকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে এবং নির্মম ও নৃশংসভাবে হত্যা করে। উক্ত হত্যা কান্ডের ঘটনায় নিহত ভিকটিমের সতীর্থ ০৮ জন কাঠুরিয়াকে আসামী করে বান্দরবান জেলার লামা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
৩। পরবর্তীতে মামলাটি রুজু হওয়ার পর বিজ্ঞ আদালত সমস্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে উল্লেখিত ০৮ জন কাঠুরিয়াকে দোষী সাব্যস্ত করে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। উল্লেখ্য যে, উক্ত হত্যা মামলাটি রুজু হওয়ার পর পরই হত্যাকারী ০৮ কাঠুরিয়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে পাহাড়ী বনের গভীর অরণ্যে সম্পূর্ণ আত্নগোপনে চলে যায়। হত্যাকারীদের প্রেফতারে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি অব্যাহত থাকে।
৪। এরই প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লেখিত হত্যা মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ০২ জন আসামী কক্সবাজার জেলার চকোরিয়া থানাধীন সুরাজপুর মানিকপর এলাকায় দীর্ঘ দিন ধরে ছদ্মবেশে আত্মগোপণ করে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই ২০২৩ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বেলাল উদ্দিন (৫০), পিতা- ওমর আলী, এবং ২। আবুল হোসেন (৬৫), পিতা-মৃত জলিল আহম্মেদ, উভয়ের সাং-ভিলেজপাড়া, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা উক্ত হত্যা মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে। এছাড়াও আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, এই মামলার ০৩ জন আসামী মৃত্যুবরন করেছে এবং বাকি ০৩ জন আসামী এখনও পলাতক রয়েছে। উক্ত পলাতক আসামীদের প্রেফতারের লক্ষ্যে র্যাব-৭, চট্টগ্রামের তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে।
৪। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।