মানব সময় ডেস্ক :
১। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে।
২। গত ৫ এপ্রিল ২০২২ইং তারিখ রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজারের নাজিম কলোনীতে স্থানীয় একটি চায়ের দোকানে বসে আইপিএল’র খেলা দেখছিলেন নিহত ভিকটিম ফারুক। উক্ত খেলা দেখা নিয়ে নিহত ভিকটিম ফারুক ও ফয়সাল এর মধ্যে পছন্দ-অপছন্দের দল সমর্থন নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ফয়সাল হালকা হতাহত হয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে আনুমানিক ০১ ঘন্টা পর ফয়সাল তার নেতৃত্বে ১৫-২০ জনের দলবল নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ফারুকের উপর হামলা চালায়। সেখান থেকে আহত অবস্থায় ফারুক তার বাসায় পালিয়ে গেলেও ফয়সাল বাহিনী ফারুকের বাড়িতে দফায় দফায় গিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নির্মম ও নৃশংস ভাবে গুরুত্ব আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। ভিকটিম ফারুককে বাঁচাতে তার বোন জেসমিন আক্তার এগিয়ে আসিলে তাকেও আঘাত করা হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। এ ঘটনায় নিহত ভিকটিম ফারুক এর মা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করেন, যার মামলা নং -০৫(০৪)২০২২; ধারা-১৪৩/৩২৩/৩০২/৫০৬ পেনাল কোড ১৮৬০।
৩। উল্লেখ্য যে, উক্ত হত্যা মামলাটি রুজু হওয়ার পর হাটহাজারী থানা পুলিশ কর্তৃক মামলার ২নং এজাহার নামীয় আসামী মঈন উদ্দিন চিশতীকে আটক করে। পরবর্তীতে র্যাব-৭, চট্টগ্রাম কর্র্তৃক উক্ত মামলার প্রধান আসামী ফয়সাল এবং ৩নং এজাহার নামীয় আসামী ফরহাদকে আটক করতে সক্ষম হয় এবং মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার আইপিএল জুয়া খেলাকে কেন্দ্র করে নিহত ভিকটিম ফারুককে নির্মমভাবে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আলী হায়দার @ মোহাম্মদ আলী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন লালিয়ার হাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৭ জুলাই ২০২৩ ইং তারিখ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী আলী হায়দার @ মোহাম্মদ আলী, পিতা- মোঃ নুরুন্নবী, সাং- লালিয়ার হাট, থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উল্লেখিত হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।
৪। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।