ইপিজেড থানা প্রতিনিধি ||
অদ্য ২৭/০৪/২৩ রাত : ৮.৩০ ঘটিকায়
ইপিজেড থানা সংলগ্ন আমির সাধুর বাড়ি রোডস্থ ব্যাংক কলোনি রোড (টাইটানিক বিল্ডিং নিচ তলায় ) নিরব স্টোর,দোকান নং ৬২ তে ফ্রিজের কম্প্রেসার ব্লাস্ট হওয়ায় দোকানে আগুন ধরে যায়।এতে প্রায় লাখের-ও অধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।
দোকানের মালিক মো : রিদয়, তিনি
একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি : এর সাধারণ সদস্য । আশেপাশের দোকানদারদের সহযোগিতায় পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এলাকা পরিদর্শনে গিয়ে সাবেক সভাপতি মো : জয়নাল আবেদীন বাবলু ও প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক, মো : মিজানুর রহমান উক্ত ঘটনায় দু:খ প্রকাশ করে দোকানের মালিক রিদয় কে শান্তনা দেন এবং আশেপাশের দোকানদারদেরকে সতর্কতা অবলম্বনের কথা বলেন।