মানব সময় ডেস্ক :
নগরীর দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল ৯ এপ্রিল,১৭রমজান, রোববার সন্ধ্যায় অস্থায়ী ক্লাব কার্যালয়ে আহ্বায়ক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ বয়ান ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নবীন হাফেজ মুহাম্মদ নাইমুদ্দিন (নঈম), অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদয়ন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, সাংবাদিক মোঃ মোসলেম উদ্দিন বাহার, শিক্ষক মোঃ আমিনুর রহমান, সাবেক ফুটবলার মোঃ শফিউল আলম, ক্লাবের সহকারী কোচ মোঃ মামুন, ফুটবল একাডেমির মাঠ সমন্বয়কারী আমীর হোসেন, ক্লাবের সদস্য মোঃ রাহাত হাসান, মোঃ আইয়ুব, মোঃ রাহুল,ইমন ও ডলার সহ কায্য নির্বাহী কমিটির সদস্য বৃন্দ,গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিতদের সম্মানে ইফতার পরিবেশিত হয় এবং বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় বক্তারা বলেন, রমজানের প্রকৃত তাকওয়া,আত্মসুদ্ধী ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। এই আয়োজনের মধ্য দিয়ে সামাজিক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।