মানব সময় ডেস্ক :
রমজানকে সামনে রেখে অযাচিতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান।
বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান চলছে এরপর আরো কয়েকটি বাজারে অভিযান হবে।
বহদ্দারহাট বাজার
দুইটি মুরগির দোকান মূল্য তালিকা না থাকায় ১০০০ টাকা করে ২০০০ টাকা জরিমানা।
চৌমুহনী কর্ণফুলী বাজার
১ টি মুরগির দোকানকে ওজনে কারচুপি ও মূল্য তালিকা না থাকার অপরাধ আমলে নিয়ে ৮০০০ টাকা জরিমানা
এছাড়া, সবজি, মাছ ও মুদিবাজারে তদারকি করা হয়।