নিজস্ব প্রতিবেদক:
নগরীর ইপিজেড থানাধীন চট্রগ্রাম ৫নং (বিমান বন্দর)এয়ারপোর্ট রোড মেঘনা অয়েল কোম্পানির সামনে তেলবাহী রেল গাড়ি আসার সময় রেল কর্মী সিগন্যাল দিলে দ্রুতগামী বাস সিগন্যাল ভেঙ্গে সজোরে রেলে ইঞ্জিলকে ধাক্কা দিলে বাস উল্টে যায় এবং বাসের দুইযাত্রী ও এক রেলকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত বলে ঘোষনা করেন। ০৬মার্চ ২০২৩ইং রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আহসানুল হক নামের এক পথচারী।
তিনি আরো জানান, নিহতরা হলেন- ০১/মোঃ আজিজুল হক(৩০)
পেশা:- পয়েন্টস ম্যান, বাংলাদেশ রেলওয়ে,০২/আসাদুজ্জামান(৩০)
পিতা:- আবু সুফিয়ান,০৩/
মিটন কান্তি দে(২৫)
পিতা:- মিরন কান্তি দে।
এই ঘটনায় আনোয়ার( প্রত্যক্ষদর্শী),
আবুল হাসানাত,আহসানুল হক( পথচারী) চমেক হাসপাতালে ভর্তির জন্য আনলে চিকিৎসক আহত ৩জন কে মৃত্যু ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক লাশ ইমারজেন্সি মর্গে প্রেরণ করেছেন বলে চমেক হাসপাতাল(জরুরী বিভাগ) সূত্রে জানা গেছে।
খবরের ছবি (প্রতিকী) সংগৃহীত,,,