মানব সময় ডেস্ক :
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এস আলম বি আলম গলির নবীন -প্রবীন ফুটবলারদের মিলন উৎসবে ফাইনাল খেলায় আসলামের দিগন্ত একাদশ
৪-৩ গোলে রাসেলের এলিট ফোর্স একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।২৪ফেব্রুয়ারি, শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের গোল কিপার আব্দূর নূর পংখু, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোঃ মহিউদ্দিন।
ফাইনালে গোলদাতা মাইন, মুরাদ,আনিস ১কটি করে , মহিউদ্দিন ২টি, তানভীর ও আসলাম ১টি দিয়ে টিমের জয় নিশ্চিত করেন।
খেলা পরিচালনা করেন রেফারি মোঃ হারুন অর রশিদ, সহকারী আঃ কাদের ও হৃদয় খান।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীন ফুটবল উৎসব কমিটির আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আসলাম,রাসেদুজ্জামান রাসেল, মোঃ জাহাঙ্গীর আলম।
ক্রীড়া সংগঠক মু: বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মোঃ আব্দুল খালেক,পিন্টু,মোঃ সাদ্দাম হোসেন, মোঃ সায়েম, মোঃ শাওন ইমতিয়াজ বাপ্পী, টুর্নামেন্ট কমিটির সদস্য মোঃ ফরহাদ,জনি ,আসাদ প্রমূখ। টুর্নামেন্টে অংশ গ্রহণ করে দেলোয়ার ওয়ারির্স,প্রিয়ম একাদশ, এলিট ফোর্স একাদশ এবং দিগন্ত একাদশ।