বিনোদন ডেস্ক :
প্রকাশের মাত্র সাতদিনের মাথায় জনপ্রিয় কণ্ঠশিল্পী পলি শারমিনের নতুন মৌলিক গান রেকর্ড গড়লো।
টিকটিক সহ বিভিন্ন প্লাটফর্মে গানটি ব্যাপক ভাইরাল সহ ইউটিউবে সাতদিনে এক মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেলো।
বাংলাদেশের ছেলেরা নজর কাড়া চেহারা শিরোনামের গানটি লিখেছেন ইমাম হোসেন ও গানটির সুর করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মুহাম্মাদ মিলন।
গানটির সঙ্গীতায়জনে ছিলেন সময়ের জ্বলে উঠা কম্পোজার ও কণ্ঠশিল্পী সজীব দাস। চমৎকার গানটি কণ্ঠশিল্পী পলি শারমিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে।
গানটির অসাধারণ মিউজিক ভিডিও নির্মান করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা শুভ্র মেহরাজ। গানটিতে অভিনয় করেছেন মডেল অভিনেতা সাদী ও পলি শারমিন নিজেই এবং সাথে ছিল ডিএমএস ফ্লাস ড্যান্স কোম্পানির এক ঝাঁক নৃত্য শিল্পী।
কোরিওগ্রাফার হিসেবে ছিলেন যৌথভাবে রোহান মাহমুদ ও বেলাল।
গানটির ভিডিও এডিট ও কালার করেছেন জনপ্রিয় এডিটর ও নির্মাতা টিডি দিপক।
জানতে চাইলে পলি শারমিন বলেন,গানটি সব মিলিয়ে অসাধারণ হয়েছে, দর্শক ভালো ভাবে গানটি গ্রহণ করেছে এটাই আমাদের স্বার্থকতা। গানটির সাথে সম্পৃক্ত সবার প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। আশা করছি গানটি দর্শকের ভালোবাসা নিয়ে আরো অনেক দূর যাবে,সকল দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি