ক্রীড়া ডেস্ক:
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর, হাসপাতাল গেইট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক বনভোজন -ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারী, রোববার রাতে সমিতির কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সকালে অনুষ্ঠিত কাবাডি খেলায় বিজয়ী রনি সওদাগর গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ রাসেল গ্রুফ দলের মাঝে ১০ টি করে লুংগি প্রদান হয়েছে।
এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সমিতির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন।অনুষ্ঠানে রেফেল ড্র এর আকর্ষণীয় ১০ পুরস্কারও বিতরণ করা হয়েছে।আমন্ত্রিত অতিথিদের মধ্যে কাউন্সিলর পরিষদ সদস্য মোঃ লোকমান হাকিম, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মোঃ রিয়াজ উদ্দিন, সমাজসেবক মোঃ আব্দুর রহিম, মোহাম্মদ আজম,ক্রীড়া উৎসবের পরিচালক মোঃ সালাউদ্দিন, মানবাধিকার সংগঠক, ব্যবসায়ী হাজী মোঃ নাছির উদ্দিন, বনভোজন উদযাপন কমিটির সমন্বয়কারী মোঃ আলমগীর হোসেন রনি, মোঃ ইউসুফ, মোঃ নুরুল আমিন সও:, আঃ রহমান , মোঃ বাদশা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।