ডেস্ক নিউজ :
বাংলাদেশ স্বাধীনতা অর্জনের ৫১ তম বছরে বিজয় র্যালী মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেন বাউবি অরাজনৈতিক শিক্ষার্থী কল্যাণ সংগঠন “ডাক দিয়ে যাই”। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের পক্ষথেকে পশ্চিম অঞ্চলের সাধারন সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের পরিচালনায় বিজয় দিবসে আলোচনা সভা, র্যালী, ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানত উল্ল্যাহ মাসুম, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও পশ্চিম অঞ্চলের যুগ্ন সাধারন সম্পাদক কপিল উদ্দিন, সহ সাধারন সম্পাদক ও সরকারি মহিলা কলেজের ভিপি খোরশেদ আলম সোহেল, , বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র নেতৃবৃন্দ যথাক্রমে রশিদ, সাকিল, বোরহান, দেলোয়ার, রুবেল,জয়নাল,মিজান,জয়নাল,আব্দুল মান্নান, রিপন,টিটু চন্দ্র,নয়ন,রাসেল,মেরাজ, সাইফুল, ওমরফারুক,সাদিয়াচৌধুরী,তানিয়া,সুদিপতা,কাজল,
আছমা,রবিন, আলী,এবং বিভিন্ন স্কুল ও কলেজের নেতৃবৃন্দ যথাক্রমে সুপ্রিয়া,জেসি,সাহানা,মায়া,সানজানা, উর্মি,আনিকা,আফরোজা,জুনিয়র আনিকা, তাসলিমা,রুপা,মিতু বড়ুয়া, প্রমি,প্রিয়া, জুলেখা,সালমা,আরফাতুন,টুমপা, ছোট আনিকা,রাজিয়া,জাহিন,লিভা,আসিফ, ইমরান,হানিফ,ইয়াছিন,উসমান,বিজয়,তৈয়ব,মানিক,ইমাম,সাব্বির,মাহফুজ,মোস্তফা,স্বরুপ চৌধুরী,এসএম ফয়সাল,সবুজ,মাহফুজুর রহমান, প্রমুখ।
বিজয় দিবস অনুষ্ঠানে আলোচনা সভা, র্যালী, দেশাত্বকবোধক গান ও পুষ্পার্পনের মাধ্যমে বীরশ্রেষ্ঠ শহিদ বাঙ্গালীদের শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন “ডাক দিয়ে যাই” সংগঠন সুচনা থেকে আজ ২৫ বছর ধরে প্রিয় মাতৃভুমির সকল জাতীয় অনুষ্ঠান পালন করা হয়। কেন্দ্রীয় সভাপতি জনাব টিপু সুলতান ঢাকা স্মৃতি শোধে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান।
সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় একযোগে বিজয় দিবস পালন করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।