ক্রীড়া প্রতিবেদন ||
আসন্ন্ কে এম এজেন্সি মহানগরী কিশোর ফুটবল লিগ-২০২২ এ সফল ভাবে অংশ নিতে”ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের” আওতাধীন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির কিশোর ফুটবল টিমের অনুশীলন উদ্বোধন করা হয়েছে শনিবার।
৩৯নং ওয়ার্ডস্থ সিডিএর বালুর মাঠে ১৯নভেম্বর, শনিবার বিকেলে ক্লাবের আহবায়ক ও সংগঠক মুঃবাবুল হোসেন বাবলার সভাপতিত্বে কিশোর ফুটবল টিমের অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠান ও পরিচিত সভায় উদ্বোধক অতিথি ছিলেন সাবেক তারকা ফুটবলার ও সানফ্লাওয়ার ক্লাবের সভাপতি মাহাবুব এলাহি।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের ফুটবল উপ-কমিটির সহ সভাপতি মোঃ নুরুল আমিন সোহেল,ক্লাবের প্রবীন উপদেষ্টা মোঃ ইলিয়াছ, উপদেষ্টা সদস্য মোঃ দেলোয়ার আমিন হারুন,একাডেমির পরিচালক সদস্য, পুলিশ অফিসার(এস.আই) মোঃ শফিক উদ্দিন,ক্লাবের ফুটবল উপ-কমিটির সহ-সভাপতি ও পরিচালক মোঃ আকতার হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়র ডিভিশন লিগের ফুটবলার মোঃ ফারুখ,ফুটবল সম্পাদক মোঃমুজিবুর রহমান,সহকারী কোচ-মোঃ আসলাম ও মোঃ মামুনুর রশিদ(মামুন),সহকারী টিম ম্যানেজার সাজ্জাদ হোসেন।
টিমের সমন্বয়কারী মোঃ রাহাত হাসান ও আমীর হোসেন খন্দকার উপস্থিত ছিলেন। উদ্বোধন কালে সিনিয়র ও কিশোর টিমের সদস্যরা আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে অতিথিরা একাডেমী –ক্লাব খেলোয়াড়দের সাথে পরিচিতি হন ও প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।
সংবাদ ছবি আছে…
বার্তা প্রেরকঃ—মোহাম্মদ হোসেন,সাঃসম্পাদক
হালিশহর একাদশ ক্লাব,চট্টগ্রাম।