ডেক্স নিউজ:১৬ অক্টোবর
অক্টোবর সেবা সপ্তাহের ১৫ তম দিবসে চিটাগাং বাকলিয়া ও রেনেসাঁ লায়ন্সের যৌথ উদ্যোগে গতকাল শনিবার (অক্টোবর)পশ্চিম মোহরা ধুপপুল সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান” মায়াফুল” এ বিশ্ব হাত ধোয়া দিবস কর্মসূচি পালন করেছে।
কর্মসূচিতে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরন, হ্যান্ড ওয়াশ ও সাবান প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন -১ লায়ন মোঃ হুমায়ুন কবির,কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মমতাজুল ইসলাম এম,জে,এফ, লায়ন্স ক্লাব অব চিটাগাং রেনেসাঁর প্রেসিডেন্ট লায়ন মোঃ আলী, লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার প্রেসিডেন্ট লায়ন মোঃ কামরুল হাসান এম জে এফ, বাকলিয়ার সেক্রেটারি লায়ন শাখাওয়াত হোসেন লিটন এম জে এফ, রেনেসাঁর সেক্রেটারি লায়ন শান্তা বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারি লায়ন বিপ্লব চৌধুরী।