মোঃ মহিউদ্দিন,ভোলা সদর প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে দু’টি পৃথক অভিযানে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০২নং ওয়ার্ড হতে ১০০ পিস ইয়াবা সহ ০২ মাদক কারবারিকে ও চরনোয়াবাদ ইউনিয়ন হতে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ ০১ মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
২৭-০৮-২০২২ তারিখ ১১.৩০ ঘটিকায় সময় এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা ০২নং ওয়ার্ডস্থ নতুন বাজার নিরালা বোডিং এর দুইতলায় ০৬নং কক্ষের সামনে হইতে মাদক ব্যবসায়ী ০১। আঃ জলিল ( ইয়াবা জলিল) (৫৫), সাং-পূর্ব চরউমেদ, ০৭নং ওয়ার্ড, রমাগঞ্জ ইউপি, থানা-লালমোহন, ০২। ছানাউল্লাহ ছালু (৩৬), সাং-ধনিয়া, ০৪নং ওয়ার্ড, ধনিয়া ইউপি, থানা- ভোলা সদর, উভয়কে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
উভয় অভিযানে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।