রিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম, শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে, ইপিজেডে জাতীয় শ্রমিক লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে, দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে এবং জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে গত ২০ আগস্ট ২০২২ ইপিজেড থানা বে শপিং কমপ্লেক্সের সামনে, বিকাল ৪টা অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোঃবখতিয়ার উদিন সভাপতি চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ, প্রদান বক্তা আলহাজ্ব মোঃআকাতার উদীন, আহমেদ
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজী হারুনুর রশিদ বীর মুক্তিযোদ্ধা আহ্বায়ক ইপিজেড থানা আওয়ামী লীগ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ জিউয়াল হক সুমন, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর, (চ,সি ক) বোর্ড সদস্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সভাপতিত্ব করেন ইপিজেড থানা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ জাহেদ হোসেন, সঞ্চালনায় শেখ ফরিদ রিপন, বাবু প্রবীর দাশ,মোহাম্মদ নুর কবির ইপিজেড থানার যুগ্ন আহবায়ক, আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য লিটন মাহামুদ, তুহিন মোহাম্মদ কায়েস, মোঃ সোহাগ গাজী, মোঃমিজানুর রহমান, মোঃ রুমন আরও অনেকে উপস্থিত ছিলেন।