মোঃ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ||
চট্টগ্রাম নগরীর ই পি জেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের মূল সড়কে সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ইপিজেড ব্যস্ততম একটি শিল্প এলাকা সামান্য বৃষ্টির পানি হলেই এখানের মানুষের ভোগান্তির শেষ নেই ।
একদিকে ফ্লাইওভারের কাজ অন্যদিকে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ দুটো মিলিয়ে এখন জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তাই এখানকার গার্মেন্টস শ্রমিকরা খুবই কষ্টে আছে ,এরা ই পি জেডের বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে এরা বলেন আমাদের দুঃখ কষ্ট দেখার মত কেউ নেই যতই ঝড়, বৃষ্টি তুফান হোক আমাদের ফ্যাক্টরিতে যেতেই হবে। কারণ একদিন ফ্যাক্টরি না গেলে অনেক টাকা কেটে নেয় কোম্পানি , যে টাকা পাই তা দিয়ে সংসার বাসা ভাড়া এবং বাচ্চাদের স্কুল খরচ চালাতে আমরা হিমশিম খাই ,বর্তমানে নৃত্য পণ্যের দাম অতিরিক্ত বেশি , তাই ফ্যাক্টরিতে না যাওয়ার কোন সুযোগ নাই। তাই যতই ঝড়, বৃষ্টি, তুফান হোক পানি কাদা ভেঙে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছাতে হবে । অন্যদিকে এই এলাকার সাধারণ মানুষ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা চলাচল করতে খুবই দুর্ভোগ পোহাতে হয়। এখানের সাধারণ মানুষ বলেন ফ্লাইওভার এবং ড্রেনের কাজে যারা নিয়োজিত আছে তারা যেন এসব কিছু দেখেও না দেখার ভান ধরে থাকে, এসব বিষয়ে কারো কোন মাথা ব্যাথা নেই। বর্তমানে সিইপিজেড মোড় থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত রাস্তা যেন এখন মরণ ফাঁদ,রাস্তায় দেখা যায় বড় বড় গর্ত তাতে যে কোন সময় বড় ধরনের যানবাহন দুর্ঘটনা ঘটতে পারে ।