সিটি প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ দিবা শাখার ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোঃ আলী মিঠু, যুগ্ন- আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এম.এইচ.ফয়সাল ও যুগ্ন-আহ্বায়ক মাইনুল হোসাইন রাব্বি।উক্ত আহ্বায়ক কমিটিতে সিনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন তারেকুল ইসলাম, মিঠুন দেব বর্মন, মোহাম্মদ আলাউদ্দিন, শাহাদাত হোসাইন আরফিন, কামরুল ইসলাম ইসান, আরমান হোসেন জীসান, মেহসাম রুসলান চৌধুরী ও রফিকুল ইসলাম রাকিব।
গত বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া দস্তগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৯০ সদস্যের ঘোষিত আহ্বায়ক কমিটিত।
এ ব্যাপারে আহ্বায়ক পদে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আলী মিঠু বলেন,আমি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ এর সাথে জড়িত ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কলেজ রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকব, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিয়োজিত রাখব।