বিশেষ প্রতিনিধি :
সমাজসেবীকা মালায়শিয়া প্রবাসী মুক্তা চৌধুরীর বাংলাদেশী বন্ধু মোঃ সজল চৌধুরীর দীর্ঘদিন গলায় সমস্যা নিয়ে ঢাকায় গ্রীন লাইফ হসপিটালে চিকিৎসা নিচ্ছিল ।গত ২৯ তারিখ বিকালে তার অপারেশন হয়।গতকাল রাতে তাকে মুক্তা চৌধুরীর ছোট ভাই সিকদারকে দিয়ে ফুলেল শুভেচ্ছা সিক্ত করেন। ঠিক তখন মোঃ সজল চৌধুরী আবেগ আপ্লুত হয়ে পরেন মালায়শিয়া প্রবাসী মুক্তা চৌধুরীর উপহার পেয়ে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। এ সময় মোঃ সজল চৌধুরী বলেন তাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে কিন্তু তার জন্য অবিরাম ভালবাসায় সে মুগ্ধ। তিনি আরও বলেন মুক্তা চৌধুরীর এই ভালবাসার ও তার চিকিৎসার খোঁজ খবর নেওয়া মোঃ সজল চৌধুরী এর মুল্য তার শরীরের সমস্ত রক্ত দিয়ে শোধ করতে পারবেনা বলে যানান।
মোঃ সজল চৌধুরী আরো বলেন মানবতার কাজের জন্য দোয়া ও শুভকামনা রইলো।।
আমি মুক্তা চৌধুরীর দীর্ঘায়ু কামনা করি।