নিজস্ব প্রতিবেদক:
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো লিমিটেড থেকে আরেকটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।
বুধবার (৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ভস্মীভূত কনটেইনার অপসারণের সময় মরদেহটি উদ্ধার করা হয়।
তবে মরদেহটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি মানবসময়কে বলেন, কনটেইনার অপসারণের সময় একটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আগুনে সম্পূর্ণ ঝলসে গেছে।
এ ছাড়াও একটি মাথার খুলিও উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এর আগে সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানা নামে একজনের মৃত্যু হয়।