ডেস্ক নিউজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক নির্দেশনায় উপপরিদর্শক জনাব মোঃ মনজুরুল হক এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম ক-সার্কেল (হাটহাজারী) এর একটি টিম রাত প্রায় ০৮ঃ০০ ঘটিকায় হাটহাজারী থানাধীন পশ্চিম মেখল জামাল মুন্সীর বাড়িতে অভিযানে দীর্ঘদিনের ও একাধিক মাদক মামলার আসামী মোঃ মঈন উদ্দিন প্রকাশ শিবলু (৩৩) ও নতুন রাস্তার মোড় দোকান থেকে মোঃ লাল মিয়া (৪৩) কে যথাক্রমে ১১০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়। তারা দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
আসামী-(০১) মোঃ মঈন উদ্দিন প্রকাশ শিবলু (৩৩), পিতাঃ মৃত জামাল উদ্দিন, মাতাঃ মৃত হালিমা খাতুন, সাংঃ পশ্চিম মেখল, জামাল মুন্সীর বাড়ি, ৮ নং ওয়ার্ড, মেখল ইউনিয়ন পরিষদ, থানাঃ হাটহাজারী, জেলাঃ চট্টগ্রাম।
আসামী-(০২) মেঃ লাল মিয়া (৪৩), পিতাঃ মৃত খায়রুল বশার, মাতাঃ বাসি খাতুন (খায়রুল বাশার), সাংঃ পূর্ব মান্দাকিনি, আব্দুল আজিজ বলি বাড়ি, ০৪ নং ওয়ার্ড, ফরহাদাবাদ ০১ নং ইউনিয়ন পরিষদ, থানাঃ হাটহাজারী, জেলাঃ চট্টগ্রাম।