এম সফিকুল ইসলাম – শশী ভুষণ প্রতিনিধি
জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ভোলায় আরো তিনটি ফায়ার স্টেশন স্থাপনে ‘ দেশের দক্ষিণাঞ্চলীয় প্রকল্প’র অন্তর্ভূতকরন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ-দূর্ঘটনায় সেবা সম্প্রসারনে চরফ্যাশনের জননিরাপত্তার স্বার্থে জনবান্ধব নেতা জ্যাকব ভাই নবনির্মিত দুলারহাট, শশীভুষন, দক্ষিণ-আইচা থানায় তিনটি ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব রেখেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ।
গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় ইলিশা স্থল কাম নদী ফায়ার স্টেশন, শশীভুষন ফায়ার স্টেশন, দক্ষিন আইচা ফায়ার স্টেশন প্রকল্পভূক্ত করা হয়েছে।
ইনশাআল্লাহ্ খুব শীঘ্রই জমি নির্বাচন করে জনস্বার্থে কাজ বাস্তবায়িত হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ শশীভূষন থানা শাখার পক্ষ থেকে মাননীয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।