এম সফিকুল ইসলাম : শশী ভূষণ
সাবধানতার মাইর নাই, Any work to do safety first. অমিক্রন নামক অদেখা মহামারী দ্রুত বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, সকল জনগনকেই সচেনতার সাথে নিজ নিজ স্থান থেকে নিরাপত্তার জন্য সঠিকভাবে পরিচালীত হয়ে এগিয়ে আসতে হবে,(১) পরিস্কার পরি চ্ছন্নতা বজায় রাখতে হবে,(২) সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে সেফটি ফার্স্ট হিসাবে,(৩) কাজকর্ম শেষে দুই হাত ভালোভাবে পরিস্কার করতে হবে সেনিটেশন পদ্ধতিতে, (৪)মাক্স বেবহার বাধ্যতামূলক,অসহায় গরীবের মাক্স ক্রয় ক্ষমতা নাথাকলে পুরানো কাপড় বা গেঞ্জি মাক্স হিসাবে বেবহার করতে হবে, (৫) পচা বাশি খাবার পরিহার করতে হবে,(৬) সকল প্রকার খাবার গরম করে খেতে হবে,(৭) হোটেল বা রেস্টুরেন্টের খাবার পরিহার করতে হবে, (৮)পাখিতে খাওয়া ফল খাওয়া যাবে না(৯) ফরমালিন যুক্ত ফলমূল খাওয়া থেকে বিরত থাকতে হবে (১০) বীনা কারনে ঘর থেকে বাহির হওয়া যাবে না,যেতে হলে মাক্স বেবহার করে বাহির হতে হবে,সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে,সকলের সুস্বাস্থ ও সুখময় জীবন কামনা করছি আল্লাহ হাফেজ।