এমএ হান্নান, তজুমুদ্দিন প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে উপজেলা আওয়ামীলীগের কমিটি পুনর্গঠন-
২১ নভেম্বর রবিবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল হাই ও হাবিবুল্ল্যাহ মিয়াকে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, আবু তাহের চেয়ারম্যান ও শাহ মোঃ সাহাবুদ্দিন মিয়াকে সহ সভাপতি, সাবেক ছাত্রলীগ সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন ও মহিউদ্দিন পোদ্দারকে যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ সভাপতি আমিন মহাজনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
এসময় তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।