ডেস্ক নিউজঃ২৬নভেম্বর
• ২৬ নভেম্বর সকাল ১১টার সময় চট্টগ্রামের রেডিসন ব্লু-বে ভিউ এর মেজবান হলে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ডইন্ডাষ্ট্রি এর সদস্য প্রতিষ্ঠান UC ইভেন্টস এর উদ্যোগে শুর হচ্ছে ২ দিনব্যাপী ওয়েডিং শো। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ
সূচনা করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উইম্যান চেম্বার ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান। আরো উপস্থিত থাকবেন UC ইভেন্টস এর স্বত্বাধিকারী তামান্না আহমেদ। ওয়েডিং শোতে স্পন্সর হিসেবে থাকবে সেভ দ্য ডেট, মুন্নু সিরামিক, ফটোগ্রাফি পার্টনার ড্যাজল, মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও প্রচারে মেকআপ শেকআপ। মেলায় স্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ঢাকা, দুবাই, পাকিস্তান ও ভারতের ডিজাইনার এবং ব্র্যান্ড উপস্থিত থাকবে। অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সকল সদস্য, চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তা ও সকল ধরনের ক্রেতা দর্শনার্থীদের মেলা পরির্দশনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ওয়েডিং-শো ২৬ ও ২৭ নভেম্বর দুইদিনব্যাপী সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।