ডেস্ক নিউজ :শোক সংবাদ
নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা নিবাসী মরহুম রহমত উল্লাহ’র কনিষ্ট পুত্র,৩৯ নং দক্ষিন হালিশহর ওয়ার্ড়’র সাবেক মেম্বার মোঃ জালাল আহম্মদ-৭৫(জয়নাল)এর মৃত্যতে শোক প্রকাশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ইপিজেড থানা আওয়ামীলীগের আহবায়ক হাজী হারুন অর রশীদ, যুগ্ন আহবায়ক আবু তাহের,ওয়ার্ড় আঃলীগ সভাপতি সুলতান নাসির উদ্দীন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকবর হোসেন কবি, সাবেক কমিশনার মোঃ আসলাম,ত্রান বিষয়ক সম্পাদক নুরুল বশর উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেন। এসময় নেতৃবৃন্দরা মরহুমের কবরে পুস্পর্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ শুক্রবার(১২নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মাওলানা মোঃআনিসুর রহমানের ইমামতিতে মরহুমের জানাযা নামাজ শেষে টিসিবি ভবন সংলগ্ন হোন্দল পাড়া কবর স্থানে দাফন করা হয়।শুক্রবার রাত্রে ২টায় বাধ্যকজনিত কারণে তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
মরহুম জালালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন-নব চেতনা ক্লাবের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান বাবুল, সমাজকর্মী মোঃ কপিল উদ্দিন,হাজী সাজ্জাদ হোসেন জুয়েল, মোঃ হারুন, সৈয়দিয়া তৈয়বিয়া মাদ্রাসা কমিটির পক্ষে মোঃ এনামুল হক এনাম,হালিশহর একাদশ ক্লাবের আহবায়ক,সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা, মমতার প্রো্গ্রাম ম্যানেজার মোঃমোরশেদ ,লোকাল কমিটির আজাদ হোসেন রাসেল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও মরহুমের পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।