ডেস্ক নিউজ :
আলমগীর হোসেন প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানাধীন আখানগড় ইউনিয়নের ঝারগাঁও গ্রামে এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টায় এ মৃত্যু ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১০টায় আখানগড় ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: হাসান রেজা (৬৬) হার্ট অ্যাটাক করে নিজ বাড়িতে মৃত্যু হয়। ঠাকুরগাঁও শহরে অবস্থান করা বড় ভাই আব্দুল বাতেন (৭৫) ছোট ভাই রেজার অসুস্থতার খবর পেয়ে শহর থেকে এম্বুলেন্স নিয়ে বাসায় ফিরছিলেন। পথে ঠাকুরগাঁও শহরের দুরামারী নামক স্থানে অসুস্থ ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনিও হার্ট অ্যাটাকে রাত ১১টায় মৃত্যুবরণ করেন।
দুই ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।