ডেস্ক নিউজ :১৮সেপ্টেম্বর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পতেঙ্গা ও ইপিজেড থানা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ১৭সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় শ্রী শ্রী ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে অনুষ্টিত হয়।
ইপিজেড থানা পরিষদের সভাপতি উত্তম মহাজন নব’র সভাপতিত্বে ও শ্যামল কান্তি শীলের সঞ্চালনায়ে দ্বি-বার্ষিক সম্মেলনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ মহানগর কমিটির সদ্য বিদায়ী সভাপতি এডঃ চন্দন তালুকদার, প্রধানি অতিথি ছিলেন-নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য,প্রধান আলোচক-ছিলেন-নগর পরিষদের সাঃ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, বিশেষ অতিথি-পরিষদের সহ-সভাপতি অর্পণকান্তি ব্যানার্জি,সাংবাদিক প্রদীপ শীল,সুমন দেবনাথ,বিল্পব চৌধুরী,মিথুন মল্লিক,এডঃ নিখিল কুমার নাথ,সজল দত্ত,সহ-প্রচার সম্পাদক উত্তম কুমার শীল।
সভায় আরো বক্তব্য রাখেন কার্য্যকরী সদস্য লিটন চৌধুরী,সমীর মহাজন লিটন,চন্দ্রাশীস ভট্টাচার্য্য আশীষ সহ থানা ওআঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইপিজেড থানা পরিষদের সাধরণ সম্পাদক-সুজন কুমার শীল, পতেঙ্গা থানা পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু।
সম্মেলনের দ্বি-অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে ইপিজেড থানা পরিষদে উত্তম মহাজন (নব) কে সভাপতি ও সাধরণ সম্পাদক-সুজন কুমার শীল এবং পতেঙ্গা থানা পরিষদে সৈকত মহাজন সাজু সভাপতি , সুজন শীল কে সাধরণ সম্পাদক নির্বাচিত করে এ অঞ্চলের পূজা কমিটি ঘোষনা করা হয়।