ডেস্ক নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কে তৃণমূল পর্যায় থেকে সু-সংগঠিত করার লক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাংগঠনিক টিম (বন্দর-ইপিজেড-পতেঙ্গা) এর উদ্যোগে পতেঙ্গা থানা আওতাধীন ৪০ ও ৪১ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে নগর ছাত্রদলের সাংগঠনিক টিমের কর্মী সভা ও তথ্য ফরম বিতরণ কার্যক্রম গতকাল ১০সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়।
এনামুল হক এনামের সভাপতিত্বে এবং আবু হাসনাত জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর ছাত্রদলের সাংগঠনিক টিমের প্রধান মো. আনাছ এবং প্রধান বক্তা ছিলেন নগর ছাত্রদলের যুগ্ন আহবায়,দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য নুর নবী মহররম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মো. আনাছ বলেন,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যম মহানগর ছাত্রদল কে আরো সু-সংগঠিত করে করা হবে।দেশ ও গণতন্ত্রকে স্বৈরাচারীর হাত থেকে মুক্ত করতে ছাত্রদলের কোন বিকল্প নাই।
প্রধানবক্তা নবী মহররম বলেন, ইউনিট থেকে ওয়ার্ড,থানা থেকে নগর পর্যন্ত ছাত্রদল কে আগের চেয়েও শক্তিশালী করতে সাংগঠনিক টিম কাজ করে যাবে। তিনি আরো বলেন, আশা করি এবার তৃণমূলের ছাত্রনেতাদের মূল্যায়ন করা হবে অবশ্যই।
অনুষ্ঠানে(বন্দর-ইপিজেড-পতেঙ্গা)থানাও আওতাধীন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।