ডেস্ক নিউজ :
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে।র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় কতিপয় ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ২৩৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ মাঈনুদ্দিন (১৮), পিতা-মোঃ বোরহান উদ্দিন, থানা- সন্দীপ, জেলা- চট্টগ্রাম, ২। ইশতিয়াক ফরহাদ ফাহিম (১৮), পিতা-বদিউল আলম, সাং-থানা মহিরা, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ সোহেল (১৮), পিতা-মৃত আবুল কাশেম, সাং- কালিবাড়ি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ সালাউদ্দিন (১৯), পিতা-মোঃ সালে জহুর, সাং-পশ্চিম থানা মহিরা, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম এবং ৫। মোঃ রহিত (২০), পিতা- মোঃ শফি, সাং-আবুগঞ্জ, থানা- লালমোহন, জেলা- ভোলাদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে ০২ টি চাইনিজ কুড়াল ও ০১ টি ছুরি উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনে বিভিন্ন ধরণের অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন পূর্বক ডাকাতি করে আসছে।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।