ডেস্ক নিউজ :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ( বাউবি)এর চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে আজ মংগলবার (১৭,আগস্ট, ২০২১) জাতীয় শোক দিবস ও জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঞ্চলিক পরিচালক এর অফিস কক্ষে ‘বংগবন্ধু ও বাংলাদেশ’- শীর্ষক এ আলোচনা সভায় বংগবন্ধুর জীবন ও দর্শনের নানাদিক নিয়ে আলোচিত হয়। সভায় আঞ্চলিক কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
সভা শেষে জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য ও অন্য যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার হন, তাঁদের আত্বার চির শান্তি কামনা করে, এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।