হোসেন বাবলা,নিজস্ব প্রতিনিধি :
নগরীর ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ মাট্রাল্লা খালের খনন কাজের উদ্বোধনকালে বুধবার সকালে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালের দুই পাড় চিহ্নিত করে অবৈধ দখলদার মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এই কার্যক্রমে সবাই কে এগিয়ে আসতে অনুরোধ জানান বিএনপির এই সিনিয়র নেতা এবং জনতার সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
এসময় তাঁর সাথে চট্টগ্রাম-১১ এর সাবেক সাংসদ ও বাণিজ্য মন্ত্রীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এ ইউ আর চৌধুরী,
৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি সভাপতি সরফরাজ কাদের রাসেল, সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মোজাদ বারেক, যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ শরীফ, মোঃ আলী, পারুল, নওশাদ,ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান , মোঃ আলমগীর , এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে নুরুজ্জামান, মাহাবুবু এলাহী, জাহাঙ্গীর সওদাগর , মোঃ আইয়ুব , শামসুল আলম সহ বিএনপি যুবদল -ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল কৃষক শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় আরো কথা বলেন, ইসরাফিল খসরু। তিনি বিগত সরকারের লুটপাট ও জবর দখলের অভিযোগ করে বলেন, উন্নয়ন উন্নয়ন করে দেশের উন্নয়ন না করে নিজেদের আত্ম উন্নতি ও অগ্রগতি করে এখন পালিয়ে থাকতে হচ্ছে।
রাসেল বলেন, খালের পানি চলাচল স্বাভাবিক না থাকায় সামান্য বৃষ্টি হলেই বাসাবাড়িতে পানি জমে চরম দুর্ভোগে পড়েতে হয় এই বিশাল ইপিজেড এলাকার ৩৯ নং ওয়ার্ড বাসী কে। সামনে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ সফল না হলে পুরো এলাকা পানিতে ডুবে যাবে।
সিটি মেয়র তাঁর বক্তব্যে আরও বলেন, বিশাল বাজেটের জলাবদ্ধতার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের নামে লুটপাট আর পাচারের ভেসে গেছে, আমরা চেষ্টা করছি এখন যে সম্পদ ও অর্থবাজট আছে তা দিয়ে এই ঘনবসতিপূর্ণ এলাকায় জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছি।
সবাই আমাদের সিটি কর্পোরেশন কে সহযোগিতা করুন। পরে তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও মশার ঔষধ ছিটিয়ে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন।এসময় চসিকের বিভিন্ন পদ্স্থ কর্মকতা, পুলিশ বাহিনী সদস্য, সিডিএর উন্নয়ন কর্মীও স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy