মানব সময় ডেস্ক :
চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিগত দিনের পরিচালনা পর্ষদ ও হিসেব নিরীক্ষা উপ-কমিটি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম -দুর্নীতি , জৈষ্ঠ্যতা লংঘনের গুরুতর অভিযোগ উঠেছে।
লিখিত ১২/১৩ পয়েন্ট উল্লেখ করে বুধবার ২২ জানুয়ারি সকালে স্কুল প্রধান ফটকের সামনে সড়কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজের নামে একটি সংগঠন।লিখিত অভিযোগে জানা গেছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ না করা, দীর্ঘ বছর যাবত স্থায়ী ভাবে প্রধান শিক্ষক নিয়োগ না দেওয়া, বিগত ১২/০৬/২৪ ইং তারিখে ৪ জন অভিভাবক প্রতিনিধির বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়ার পর সাবেক সভাপতি মোঃ সেলিম আফজল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজল করিম কোন পদক্ষেপ না নিয়ে উক্ত হিসেব নিরীক্ষা উপ-কমিটি কে উৎসাহ দেয়া এবং বিগত ১০ বছরে কোটি কোটি টাকার আর্থিক অসঙ্গতির গুরুতর অভিযোগ করেন উপস্থিত বক্তারা। এছাড়া ২০২১ শিক্ষা নীতিমালা অনুযায়ী জৈষ্ঠ্যতার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া,সিএ ফার্মের মাধ্যমে বার্ষিক হিসাব নিরীক্ষা রিপোর্ট জমা ও অবিলম্বে স্থায়ী ভাবে প্রধান শিক্ষক নিয়োগের জোর দাবি জানান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জৈষ্ঠ্যতা লংঘনের অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত খন্ডকালীন সহকারী প্রধান শিক্ষক (সাবেক কো- অর্ডিনেটর) শিক্ষক মোঃ ওসমান গনি বলেন, প্রথমে বলছি আমি ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক নয়, যাঁরা বিভিন্ন ভাবে প্রগ্রন্ডা, ভুল তথ্য ছড়াচ্ছে তারা তা না জেনেই মিথ্যাচার করছে। স্কুলের চলতি দায়িত্বের জন্য জেলা প্রশাসক ( ডিসি শিক্ষা) অফিসের প্রঞ্জাপণ অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি মাত্র। জৈষ্ঠ্যতার ভিত্তিতে যে, নীতিমালা প্রণয়ন করা হয়েছে তা আমাদের কাছে লিখিত আকারে কিংবা প্রঞ্জাপন আকারে আসেনি, তাছাড়া ভারপ্রাপ্ত সভাপতি (ডিসি শিক্ষা) রাকিবুল ইসলাম আজ দুপুরে স্কুলে এসেছেন এবং শিক্ষকদের সঙ্গে বৈঠকে করেছেন। তিনি ছাত্র-ছাত্রী কতজন, শিক্ষক -শিক্ষীক ও শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামো ও নতুন শিক্ষাবর্ষে ভর্তি, আগামী দিনের এস এস সি পরীক্ষার প্রস্তুতি ইত্যাদি কার্যক্রম সরজমিনে দেখে অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন এই সিনিয়র শিক্ষক ওসমান গনি। জৈষ্ঠ্যতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক( ধর্মীয় শিক্ষক) মাওঃ মোঃ মোখতার আহমদ)'র নিয়োগ সংক্রান্ত ২১/০১/২৫ ইং জেলা শিক্ষা অফিসার পরিপত্র নং ৬০.২৫ (উত্তম খীসা) সাক্ষরিত চলতি দায়িত্বের বিষয়ে সভাপতি বরাবরে প্রেরণ করার কথা উল্লেখ করেন প্রতিবাদী মানববন্ধন আয়োজকরা। তবে উক্ত শিক্ষক মোখতার আহমদ দায়িত্ব নিয়েছেন মর্মে কোন কিছু জানা যায়নি।
এর আগে বুধবার সকালে আরো বেশকিছু অনিয়ম দুর্নীতির অভিযোগ করে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মোঃ মাসুম হোসাইন, মোঃ শফি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ নকিব, সাবেক অভিভাবক মোঃ কামাল উদ্দিন, স্থানীয় এলাকার বাসিন্দা মোঃ ইউনুছ, নূরুল আজম, মোহাম্মদ হোসাইন, প্রাক্তন শিক্ষার্থী মোঃ হারুন সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল সংগঠক,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।এছাড়া আয়োজকদের পক্ষ থেকে বর্তমান সময়ে শিক্ষাবর্ষে ভর্তি আবেদনে উচ্চ মূল্যে ভর্তি ফি কমানো,গরীব মেধাবী শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে সহায়তা এবং ঝড়ে পড়া শিক্ষার্থীদের পরিবারের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এসব দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সচেতন ছাত্র সমাজের নামে আয়োজিত মানববন্ধনে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy