সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
আজ ২৫ ডিসেম্বর ২০২৪ "আদর্শ শিক্ষক ফোরামে'র বে-সরকারি মেধাবৃত্ত পরীক্ষা সম্পন্ন হয়। চট্টগ্রাম মহানগরীর ৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা চলে।
১২ শতাধিক পরীক্ষার্থী এ পরীক্ষা অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন ফোরামের সভাপতি ও আইডিয়াল ট্রাষ্টের পরিচালক এস.এম দিদারুল আলম।
কেন্দ্র গুলো হচ্ছে: বন্দর থানার "চট্টগ্রাম মডেল স্কুল, পতেঙ্গা থানার "কর্ণফুলী পাবলিক স্কুল, চিটাগাং আইডিয়াল স্কুল,৪০ নং ওয়ার্ডের কাটগড় মোড়সংলগ্ন ইষ্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল।বেসরকারি এই মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে, আনন্দ- উৎসব মূখর করে সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এম. নজরুল ইসলাম খান।
আজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আদর্শ শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি এস এম দিদারুল আলম, সিনিয়র সহ-সভাপতি এম. নজরুল ইসলাম খান,সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ আল- আমীন,যুগ্ম সম্পাদক মোঃ স্বপন মিয়া, মোহাম্মদ এমদাদুল হক,মোহাম্মদ ইলিয়াস প্রমূখ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy